৯ জুন সোমবার ১১ টায় সাবরাং উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্নাঢ্য সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ উদ দৌলা।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি মোঃ শফিক মিয়ার সভাপতিত্বে শিক্ষক মোঃ আনিছের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ও হোয়াইক্যং আল আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, সমবায় অফিসার কবির আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য সোলতান আহমদ বিএ, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাছিমা আক্তার, আনোয়ারুল ইসলাম, শফি উল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দশম শ্রেনীর ছাত্রী মনোয়ারা বেগম।
এছাড়া সভায় পরিচালনা কমিটির সদস্য মির আহমদ, পিটিএ সভাপতি জাফর আহমদ, মোঃ ইউনুচ সিকদার মেম্বার, শব্বির আহমদ মেম্বার, সামশুল হক মেম্বার, খদিজা বেগম মেম্বার, আনোয়ারা বেগম মেম্বার, আয়েশা বেগম মেম্বারম সাবরাং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছ উল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেয়া হয়। উল্লেখ্য, সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষায় সাবরাং উচ্চ বিদ্যালয় থেকে ৫৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে শতভাগ পাশ করেছেন। তম্মধ্যে গোল্ডেন এ পেয়েছে ১ জন, এ+ পেয়েছ ৬ জন, এ পেয়েছে ৩১ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS