Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
টেকনাফে এলজিএসপি’র প্রশিক্ষণ চলছে
Details

প্রশিক্ষণপ্রাপ্ত উপজেলা রিসোর্স টিমের মাধ্যমে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এলজিএসপি’র প্রশিক্ষণ চলছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে লোকাল গভর্ন্যান্স সাপের্টি প্রজেক্ট (এলজিএসপি-২) এর আওতায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও কোর্স পরিচালক শাহ মোজাহিদ উদ্দিন উক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন। প্রত্যেক ইউনিয়নে ১দিন করে ১৬ জুন শুরু হয়ে ২৩ জুন সমাপ্ত হবে। প্রশিক্ষণ কর্মশালার আনুষ্টানিক উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও কোর্স পরিচালক শাহ মোজাহিদ উদ্দিন। প্রশিক্ষণ সিডিউল মতে ১৬ জুন হোয়াইক্যং, ১৭ জুন হ্নীলা, ১৮ জুন টেকনাফ সদর, ১৯ জুন বাহারছড়া, ২২ জুন সাবরাং, ২৩ জুন সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হবে। এলজিএসপি’র পরিচিতি, ওয়ার্ড কমিটি ও স্কীম সুপারভিশন কমিটি গঠন বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবছার, স্কীমের পরিবেশ ও সামাজিক প্রভাব যাচাই-এ ওয়ার্ড কমিটি ও স্কীম সুপারভিশন কমিটির দায়িত্ব বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির, ওয়ার্ড সভা, স্কীম বাছাই ও স্কীম সুপারভিশন এবং বিবিজি ও জিবিজি ব্যবহারের নিয়মাবলী, ক্রয় পদ্ধতি ও অডিট বিষয়ে হোয়াইক্যং আলী-আছিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী, স্কীম বাস্তবায়ন ও বিল পরিশোধে ওয়ার্ড কমিটি ও স্কীম সুপারভিশন কমিটির ভুমিকা বিষয়ে এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুল আলীম প্রশিক্ষণ দিচ্ছেন। কোর্স সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় অফিসার কবির আহমদ। স্থানীয় সরকার বিভাগের কক্সবাজার জেলা উপ-পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান (উপ-সচিব) প্রশিক্ষণ চলাকালে যেকোন দিন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

Images
Attachments