সরকারি কাজে গতিশীলতা আনতে টেকনাফে ৩১ টি দপ্তরের কর্মকর্তাদের হাতে ৩১ টি ট্যাব তুলে দিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দীন। ৫ ফ্রেব্রুয়ারী সকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এ ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুিষ্ঠত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মা: রফিক উদ্দীন। এতে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, শিক্ষা অফিস, নির্বাচন অফিস, হিসাবরক্ষণ অফিস, কৃষি অফিস, মৎস্য অফিস, প্রকৌশল অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, মাধ্যমিক শিক্ষা অফিস, পল্লী উন্নয়ন বোর্ড, প্রকল্প বাস্তবায়ন অফিস, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অফিস,আনসার -ভিডিপি অফিস, খাদ্য অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রাণীসম্পদ অফিস, পরিবার পরিকল্পনা অফিস, পরিসংখ্যান অফিস, টেকনাফ থানা, বনবিভাগ, পোষ্ট অফিস, সাব রেজিষ্টি অফিস, পল্লী বিদ্যুৎ অফিস, পৌরসভা, উপজেলা রিসোর্স সেন্টার, টেলিফোন এক্সচেজ্ঞ। প্রত্যেকে একটি করে ট্যাব পায়।
উল্লেখ্য, রূপকল্প-২০২১ অনুযায়ী ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার কর্মসূচির ‘ইনফো সরকার-২’ নামের একটি প্রকল্পের আওতায় কর্মকর্তাদের এই ২৫ হাজার ট্যাব বিতরণের অংশ হিসেবে টেকনাফে ৩১ টি ট্যাবলেট পিসি তুলে দেওয়া হয়েছে। ট্যাবলেট পিসি ব্যবহার করে একজন কর্মকর্তা প্রয়োজনে অফিসের বাইরে থেকেও দাপ্তরিক কাজগুলো এগিয়ে নিতে পারবেন এবং কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। জাতীয় ডেটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সেন্টার নির্মাণ ও বাংলাদেশ সচিবালয়ে ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রমও এ প্রকল্পের অন্তর্ভুক্ত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS